কলকাতা: করোনা পরিস্থিতি দিনে দিনে বেলাগাম হয়ে উঠছে। বাড়ছে আক্রান্তের সংখ্যা। বাংলায় এই করোনার থাবা পড়েছে। রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি করোনা প্ৰবণ হল মহানগর কলকাতা। এবার করোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করতে উদ্যোগী কলকাতা পুরসভা।
বৃহস্পতিবার বেলা ১টায় ভিডিও বৈঠকে বসবেন কলকাতা পুরসভার পুর প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম। সঙ্গে থাকছেন কলকাতার ১৪৪টি ওয়ার্ডের কো-অর্ডিনেটররা। এই প্রথম পৌরসভার পক্ষ থেকে এই উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
উল্লেখযোগ্য বিষয় হল নব নিযুক্ত কলকাতার নোডাল অফিসার আলাপন বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন এই বৈঠকে। সূত্রের খবর, এই বৈঠকে আলোচনার বিষয় থাকবে কলকাতার করোনা পরিস্থিতি। এই পরিস্থিতি মোকাবিলায় কি কি করণীয়, কিভাবে এই করোনার প্রকোপে রাশ টানা সম্ভব তা নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনা হবে। এই বৈঠকে উপস্থিত থাকবেন অতীন ঘোষ।
প্রসঙ্গত, বুধবারের সর্বশেষ বুলেটিনে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা একদিনে ২,২৯৪। তার মধ্যে ৬৮৮ জনই কলকাতার বাসিন্দা। মোট ৬৫ হাজার করোনা আক্রান্তের মধ্যে ২০ হাজারের বেশি মানুষ কলকাতা থেকেই আক্রান্ত হয়েছেন। এদিন করোনায় ১৭ জন মারা গেছে তিলোত্তমার বুকে।
এর আগে, কলকাতা পুরসভার পক্ষ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে করোনা রুখতে। যেমন করোনা ভাইরাসের সংক্রমণ কমাতে কামান দাগা হয়েছে। এছাড়া বাড়ানো হয়েছে করোনা পরীক্ষার সংখ্যা। ৯টি অ্যাম্বুল্যান্স ঘুরছে শহরের বুকে। প্রতিদিন এক একটি অ্যাম্বুল্যান্স গড়ে ১০০টি করে লালারসের নমুনা সংগ্ৰহ করছে।
এছাড়াও, কলকাতা পুরসভার পক্ষ থেকে পুরমন্ত্রীর উদ্যোগে কলকাতায় শুরু হতে চলেছে কোভিড কল সেন্টার। করোনায় আক্রান্ত হয়েছেন এমন সন্দেহ হলেই সরাসরি ফোন করতে পারবেন কলকাতা পুরসভার বরোভিত্তিক নিজস্ব কল সেন্টারে।