মুম্বই: জিভিকে গ্রুপের চেয়ারম্যান জি ভেঙ্কটকৃষ্ণ রেড্ডির বিরুদ্ধে মামলা করল কেন্দ্রীয় তদন্ত এজেন্সি সিবিআই। কারণ, মুম্বই বিমানবন্দর নির্মাণে ৮০৫ কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। পাশাপাশি মামলা দায়ের হয়েছে এয়ারপোর্ট অথোরিটির বেশ কয়েকজন কর্তার বিরুদ্ধেও।
সিবিআই যে এফআইআর দায়ের করেছে, তাতে বলা হয়েছে জণগণের জন্য যে টাকা খরচ করার কথা ছিল তা করা হয়নি। জিভিকে গ্রুপ সেই টাকা নয়ছয় করেছে।
কেন্দ্রীয় তদন্ত এজেন্সি তাদের এফআইআর-এ আরও লিখেছে, এই বিপুল টাকা নয়ছয়ের জন্যই মুম্বই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেডের রাজস্ব আদায় তলানিতে গিয়ে ঠেকেছে।
মোট ১৩ জনের নামে এফআইআর দায়ের করেছে সিবিআই। তার মধ্যে অনেক সরকারি আধিকারিকও রয়েছেন। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, আর্থিক সুবিধা নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষের ওই অফিসাররা জিভিকে গ্রুপকে বেআইনি কাজ করতে সাহায্য করেছেন।
সিবিআইয়ের আরও অভিযোগ, নটি ‘বোগাস’ সংস্থার সঙ্গে চুক্তি করে কাজ করছিল রেড্ডি গ্রুপ। যা আসলে ৩১০ কোটি টাকা লোপাটের উদ্দেশেই করা হয়েছিল। শুধু তাই নয়, বিমানবন্দরের আশপাশের এলাকার পরিকাঠামো গড়ে তোলার নামে রিয়েলএস্টেট গড়ে তোলার মধ্যেও বিস্তর আর্থিক অসঙ্গতি রয়েছে। এছাড়া আরও অভিযোগ উঠেছে রেড্ডি পরিবারের লোকজন এবং ঘনিষ্ঠদের সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে। অপরাধমূলক উদ্দেশ্য নিয়েই এই কারবার করেছে রেড্ডিদের সংস্থা। এফআইআরে এমনটাই দাবি করেছে সিবিআই।
উল্লেখ্য, ২০০৬ সালে মুম্বই বিমানবন্দরের আধুনিকীকরণ, রক্ষণাবেক্ষণের জন্য এয়ারপোর্ট অথোরিটির সঙ্গে যৌথ ভাবে কাজ করার চুক্তি হয় জিভিকে গ্রুপের। বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যে চুক্তি হয়েছিল তাতে জিভিকে গ্রুপের শেয়ার রয়েছে ৫০.৫ শতাংশ। বিমানবন্দর কর্তৃপক্ষের শেয়ার রয়েছে ২৬ শতাংশ। তা ছাড়াও কিছু বিদেশি সংস্থার শেয়ার রয়েছে।