কলকাতা: ইঙ্গিত আগেই ছিল এবার তা সত্যি হল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কাকে সত্যি করে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি পুরো জুলাইয়ে বন্ধ রাখার সিদ্ধান্ত নিল রাজ্যের শিক্ষা দফতর। এদিন এই কথায় সিলমোহর দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
মঙ্গলবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন রাজ্যে ৩১ জুলাই পর্যন্ত স্কুল-কলেজ খুলবে না। তবে উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষাগুলি নির্ধারিত দিনে হবে বলেই জানিয়েছেন তিনি। জুলাইয়ের ২, ৬ ও ৮ তারিখে হবে উচ্চমাধ্যমিকের বাকি থাকা তিনটি পরীক্ষা।
পুরো মাত্রায় স্কুল কলেজ খোলার পরিস্থিতি এখনও তৈরি হয়নি। বাড়ছে আশঙ্কা। তাই কোনো রকম ঝুঁকি নিতে চায় রাজ্যের শিক্ষা দফতর। এমনিতেই কেন্দ্রীয় মানব উন্নয়ন দফতর আগেই জানিয়েছে আগস্টের আগে স্কুল কলেজ খোলার সম্ভাবনা নেই। এবার সেই কথাতেই অনুমোদন জানালো রাজ্য।
এর আগে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেছিলেন, প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সবাই পাশ। ক্লাস এইটের ছেলেমেয়েরা উঠবে নাইনে। তারপর একাদশ শ্রেণি নিয়েও সিদ্ধান্ত জানায় রাজ্য। একাদশ শ্রেণির সবাইকে পাশ করিয়ে দেওয়া হবে। উচ্চমাধ্যমিকের মতো একাদশ শ্রেণিরও পরীক্ষা অসম্পূর্ণ ছিল। মাধ্যমিকের খাতা দেখার বিষয়েও গত মাসে সরকারি সিদ্ধান্ত জানান শিক্ষামন্ত্রী।