নিজস্ব সংবাদদাতা: একটি গাছ, একটি প্রাণ৷ গাছ লাগান প্রাণ বাঁচান৷ এই সব শ্লোগানকে সামনে রেখে ৫ জুন অর্থাৎ শুক্রবার জেলায় জেলায় পালিত হল বিশ্ব পরিবেশ দিবস৷ পুলিশকর্মী থেকে শুরু করে তৃণমূলের নেতা মন্ত্রীরা এদিন নিজেদের হাতে গাছ লাগান নিজস্ব এলাকায়৷
এদিন মালদহ জেলায় নিজে হাতে বৃক্ষরোপণ করলেন চাঁচল ১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সমিরন ভট্টাচার্য। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চাচোল সিদ্ধেশ্বর ইনস্টিটিউশনের জাতীয় সেবা প্রকল্পের ব্যবস্থাপনায় একটি বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়।
অন্যদিকে, জেলার মানিকচক ব্লকে বিভিন্ন সরকারি দফতরের উদ্যোগেও পালিত হল বিশ্ব পরিবেশ দিবস। দিনটি উপলক্ষে মানিকচক গ্রামীণ হাসপাতাল চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি করলেন স্বাস্থ্য আধিকারিকরা। পাশাপাশি মানিকচক থানার পুলিশের তরফে বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়৷ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক ডঃ হেম নারায়ণ ঝাঁ, মানিকচকথানার ওসি গৌতম চৌধুরী সহ স্বাস্থ্য দফতর, পুলিশ আধিকারিক ও কর্মীরা।
মালদহের মতো নদিয়া জেলাতেও পালিত হয় এই বিশেষ দিনটি৷ কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিকের পক্ষ থেকে প্রতিটি থানা এলাকায় শুক্রবার স্থানীয় ক্লাব, সেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন পরিবেশ প্রেমীদের সঙ্গে নিয়ে এলাকায় গাছ লাগানো শুরু হয়। পাশাপাশি স্থানীয় মানুষদের মধ্যেও চারা গাছ বিলি করা হয়।
এদিনের অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ কৃশানু রায় ছাড়াও উপস্থিত ছিলেন ডি এস পি-ডিএন্ডটি মাকসুদ হাসান, সি,আই চম্পক চৌধুরী প্রমুখ। অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ কৃশানু রায় বলেন, ‘‘আমরা এইভাবেই জেলার বিভিন্ন থানা এলাকায় গাছ লাগিয়ে পরিবেশকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনার চেষ্টা করছি।’’
কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিকের অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ কৃশানু রায় জানান, সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগ আমফনের কবলে পড়ে অনেক গাছ পড়ে গিয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষ্ণনগর জেলা পুলিশের পক্ষ থেকে বিশ্ব পরিবেশ দিবসের এই দিনটি নাকাশিপাড়া থানা এলাকার বিভিন্ন জায়গায় প্রচুর গাছ লাগানো হয়।
অপরদিকে, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝাড়গ্রামের ভরতপুরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গাছ লাগালেন ঝাড়গ্রাম জেলা সভানেত্রী বিরবাহা সরেন টুড়ু৷এদিন ঝাড়গ্রাম পুরসভার ১৬ নং ওয়ার্ডের ভরতপুর এলাকায় গাছ লাগালেন ঝাড়গ্রামের তৃণমূল কংগ্রেসের সভানেত্রী বিরবাহা সরেন টুড়ু৷ এছাড়াও উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পরিসদের সভাধিপতি মাধবী বিশ্বাস,তৃণমূল যুব কংগ্রেসের ঝাড়গ্রাম শহর কমিটির সভাপতি অজিত মাহাতো সহ আনান্যরা।
অন্যান্য জেলার পাশাপাশি এদিন হাওড়ায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাওড়া সিটি পুলিশ, পুরসভা, বনবিভাগের পাশাপাশি বিভিন্ন সংস্থার উদ্যোগেও এদিন বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়। হাওড়ার ফোরশোর রোড, ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ড সহ জেলার বিভিন্ন প্রাপ্তেই এদিন পালিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি।
মন্ত্রী অরূপ রায় জানান, আমফান ঝড়ে হাওড়া জেলার বিভিন্ন প্রান্তে অনেক গাছ পড়ে নষ্ট হয়ে গিয়েছে। এই করোনা আবহের মধ্যেই রাজ্য সরকারের উদ্যোগে জেলার বিভিন্ন প্রান্তে সবুজ বিপ্লব ঘটনার জন্যই এই কর্মসূচি। পাশাপাশি এদিন বিশ্ব পরিবেশ দিবসে এজেসি বোস বোটানিক্যাল গার্ডেন ওয়াকার সংগঠনের উদ্যোগে গার্ডেনের মেইন গেটে কোভিড-১৯ ভাইরাসের নিয়মবিধি মেনে এজেসি বোস বোটানিক্যাল গার্ডেন বাঁচাও দিবস হিসেবে পালিত হয়।
অন্যদিকে, এদিন ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি হাওড়া শাখার উদ্যোগে বোট্যানিক্যাল গার্ডেনের মেইন গেটে করোনা ভাইরাস সংক্রমণ সম্পর্কিত নিয়মবিধি মেনে অবস্থান কর্মসূচি পালিত হয়। ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি হাওড়া জেলার পক্ষে বিশ্ব পরিবেশ দিবসকে এজেসি বোস ইন্ডিয়ান বোটানিক গার্ডেন বাঁচাও দিবস হিসেবে পালন করা হয়।