কলকাতা: করোনার বাড়বাড়ন্ত রুখতে কলকাতায় ২২৭টি জায়গা কন্টেনমেন্ট জোন হিসাবে চিহ্নিত করেছে রাজ্য সরকার৷ এই সব এলাকাগুলিতে আরও কড়া নজরদারির সিদ্ধান্ত নিয়েছে মমতার সরকার৷ ২১ মে পর্যন্ত মুখ্যমন্ত্রী লকডাউনের মেয়াদ বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন৷ সেই মতো এই সব এলাকায় লকডাউন পুরোপুরি কার্যকর হবে৷
সোমবার সকালে লকডাউন প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে করেন৷ সেখানে কম বেশি প্রায় সব মুখ্যমন্ত্রী লকডাউন মেয়াদ বৃদ্ধির কথা প্রকাশ করেন৷ এদিন বিকেলেই নবান্নে সাংবাদিক বৈঠক করেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানে তিনি ২১ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানোর কথা বলেন৷
সেই সঙ্গে এদিন ওই বৈঠকে ২২৭টি জায়গার একটি তালিকা প্রকাশ করেন৷ সেই তালিকায় বেলেঘাটা, বউবাজার, শিয়ালদহ, বেলগাছিয়া, বেহালা সহ একাধিক এলাকা রয়েছে৷ এই এলাকাগুলিতে ব্যারিকেড বসিয়েছে পুলিশ৷ এলাকাগুলিতে ঢোকা ও বেরনোর ক্ষেত্রে বেশ কিছু বিধি-নিষেধ জারি করা হয়েছে৷
অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া কাউকেই ওই এলাকাগুলি থেকে বেরোতে বা ঢুকতে দিচ্ছে না পুলিশ৷ এবার সেই কড়াকড়ি আরও বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ অন্যদিকে সোমবার সাংবাদিক সম্মেলনে মুখ্যসচিব জানান, এখনও পর্যন্ত রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে।
তবে গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোনো করোনা আক্রান্তের মৃত্যু ঘটেনি। তবে বিপদের পরিমাণ একটুকুই কমেনি। তিনি আরও জানান, এই করোনা আক্রান্তদের মধ্যে ১০৯ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকি অনেকেই সুস্থ হচ্ছেন ধীরে। বহু সরকারি হিসেব রাজ্যের মৃতের সংখ্যা ২০।