নয়াদিল্লি: লকডাউনের জেরে ধ্বস নেমেছে ভারতীয় বাজারে। কর্মী ছাঁটাই থেকে শুরু করে বেতন হ্রাস ঘটছে। বিশাল ঘাটতি দেখা দেবে বাজারে। সেই ঘাটতি পূরণের লক্ষ্যে কাজের সময় বাড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার।
সূত্রের খবর, শ্রম দফতরের তরফে একটি অর্ডিন্যান্স জারি করার কথা ভাবা হচ্ছে। সেখানে রাজ্য সরকারগুলিকে কর্মচারীদের কাজের সময় আট ঘন্টা থেকে প্রতিদিন ১২ ঘণ্টা করার প্রস্তাব থাকবে। শ্রম মন্ত্রক পেশাগত সুরক্ষা স্বাস্থ্য ও কার্যনির্বাহী শর্তাদি সম্পর্কিত কোডটিতে অর্ডিন্যান্স আনছে। যা “রাজ্য বা উপযুক্ত কর্তৃপক্ষকে” কাজের সময়কে বাড়ানো হবে।
উল্লেখ্য, গত বছর সংসদে এই সংক্রান্ত একটি বিল পেশ করা হয়েছিল। কমিটি বিলটি ফেরত পাঠিয়েছিল তবে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে বাজেট অধিবেশন হ্রাস পাওয়ায় তা গ্রহণ করা যায়নি।
নিয়োগকর্তাদের সংগঠনগুলি সরকারকে শিফট সময় বাড়ানোর জন্য অনুরোধ করেছে কারণ লকডাউনের কারণে অনেক শ্রমিক তাদের নিজেদের বাড়ি ফিরে গেছে এবং লকডাউন শেষ হয়ে গেলেও সঙ্গে সঙ্গে কাজে যোগ দিতে পারবে না।