সুরাপ্রেমীদের মাথায় হাত, বাড়তে চলেছে মদের দাম

0
332

কলকাতা: মদ নাকি হোম ডেলিভারি হবে৷ চলতি সপ্তাহে এই ধরণের গুজব শোনা যাচ্ছিল৷ যদিও পরে কলকাতা পুলিশ বিষয়টা ভুয়ো খবর বলে জানিয়ে দেয়৷ সেই সময় সাময়িক খুশি হয়েছিল সুরাপ্রেমীরা৷ কিন্তু এর মধ্যেই তাদের মনখারাপের কথা জানিয়ে দিল রাজ্য সরকারের অর্থ দফতর৷

রাজ্য সরকারের অর্থ দফতর থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়৷ সেখানে বলা হয়েছে, লকডাউন উঠলেই অন্তত ৩০ শতাংশ দাম বৃদ্ধি হবে দেশি ও বিদেশি মদের৷ কারণ হিসাবে জানানো হয়েছে, সব ধরণের মদের উপর অতিরিক্ত আবগারি কর বসানোর সিদ্ধান্ত নিয়েছে অর্থ দফতর৷

- Advertisement -

আরও বলা হয়েছে, দেশি হোক বা বিদেশি সব ধরণের মদের উপর ২০ শতাংশ অতিরিক্ত আবগারি কর চাপানো হবে৷ সেই কর বসানোর পর যে দাম হবে, তার উপরে রয়েছে জিএসটির নির্দিষ্ট মূল্য৷ তা যোগ করে মদের যে নতুন দাম দাঁড়াবে, তা বর্তমানের তুলনায় ৩০ শতাংশ বেশি হবে৷

ওই বিজ্ঞপ্তি জানিয়ে দেওয়া হয়, এই নতুন দাম চলতি মাসে ৯ তারিখ থেকে কার্যকর হবে৷ কিন্তু দেশে লকডাউন জারি থাকায় বন্ধ সমস্ত মদের দোকান৷ তাই এখনই এই নতুন দাম কার্যকর হবে না৷ তবে লকডাউন উঠে গেলেই নির্ধারিত এই অতিরিক্ত দামেই মদ কিনতে হবে ক্রেতাদের৷