নয়াদিল্লি: দেশ জুড়ে লকডাউনের মাঝে আমজনতা এবং ব্যবসায়ীদের স্বস্তি দিল ভারতের রিজার্ভ ব্যাংক। আগামী তিন মাস শিথিল করা হল ব্যাংক ঋণের মাসিক কিস্তি দেওয়ার শর্ত। শুক্রবার সাংবাদিক বৈঠকে এমনই ঘোষণা করেছেন রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস।
এদিন রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন যে সমস্ত রকম টার্ম লোনের উপর তিন মাস মোরাটোরিয়াম জারি রাখা হচ্ছে। দেশের সকল প্রকার বাণিজ্যিক ব্যাংক, অবাণিজ্যিক অর্থনৈতিক প্রতিষ্ঠান এবং গ্রামীণ ব্যাংককে দেওয়া হয়েছে বিশেষ অনুমতি। যার ফলে আগামী তিন মাস তারা ইএমআই নেওয়া স্থগিত রাখতে রাখতে পারবে।
খুব স্বাভাবিকভাবেই রিজার্ভ ব্যাংকের এই সিদ্ধান্ত স্বস্তি দিয়েছে ব্যবসায়ী থেকে শুরু করে আমজনতাকে। বৃহস্পতিবারেই আন্তর্জাতিক স্তরে এই নিয়ে আলোচনা হয়েছিল। সমগ্র বিশ্বের অর্থনীতির স্থিতাবস্থা বজায় রাখতে সকল উন্নয়নশীল দেশগুলিকে ব্যাংকের ঋণ শোধের শর্ত শিথিল করার কথা বলা হয়েছিল। সেই মোতাবেক এদিন একগুচ্ছ ঘোষণা করেছে আরবিআই।
এদিন রেপো রেটের ক্ষেত্রেও বড় সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাংক। ৯০ বেসিস পয়েন্ট কমানো হয়ছে রিজার্ভ রেপো রেট। এই মুহূর্তে রেপো রেট কমে হয়েছে ৪.৪ শতাংশ। শুক্রবার সকালের দিকে এমনই ঘোষণা করেছেন রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস।
চলতি বছরে বাজেট পেশ হওয়ার পরে রেপো রেট নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছিল রিজার্ভ ব্যাংক। অপরিবর্তিত রাখা হয়েছিল রেপো রেট। রিজার্ভ ব্যাংকের মনিটারি কমিটি ওই সিদ্ধান্ত নিয়েছিল। ওই কমিটির প্রধান ছিলেন গভর্নত শক্তিকান্ত দাস। নিজেদের মধ্যে ভোটাভুটিতে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
করোনার কারণে বড় প্রভাব পড়েছে সমগ্র বিশ্বে। সমাজ জীবনের পাশাপাশি মারাত্মকভাবে প্রভাবিত করেছে অর্থনীতিকে। করোনা মোকাবিলায় দেশ জুড়ে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অবস্থায় বৃহস্পতিবার সাধারণ মানুষের জন্য এক লক্ষ ৭০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে অর্থমন্ত্রক।