মুম্বই: করোনা জেরে এবার খুন হল এক যুবক। মহারাষ্ট্রের মুম্বই এর ঘটনা। বুধবার রাত্রে দুই ভাইয়ের মধ্যে তর্কাতর্কি বাধলে একজন আরেকজনকে খুন করে।
পুলিশ জানিয়েছে, লকডাউনে বাইরে বেড়নো নিয়েই তর্কাতর্কির শুরু হয়। দুই ভাইয়ের মধ্যে একজন বাড়ির বাইরে বেরোয় আর সেখানেই সমস্যা শুরু হয়।
মুম্বই এর কান্দিভালির বাসিন্দা রাজেশ লক্ষ্মী ঠাকুর তাঁর ছোট ভাই দুর্গেশকে খুন করে। বুধবার বিকেলে দুর্গেশ তাঁর স্ত্রী এর সঙ্গে মুদি বাজার করতে বাড়ির বাইরে গেছিল। সেই সময় এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্র অনুযায়ী, দম্পতি বাজার থেকে বাড়ি ফিরলে রাজেশ, দুর্গেশকে জিজ্ঞেস করে লকডাউনের মধ্যে কি এমন জরুরী হল যে মুদি কেনার জন্য তাঁদেরকে বাইরে বেড়তে হল। তখনই বাধে তর্কাতর্কি। আর তর্কাতর্কির মাঝে দুর্গেশ তাঁর দাদা রাজশের স্ত্রীকে চড় মারায় রাজেশ দুর্গেশকে একটি ছুরি দিয়ে হত্যা করে।
গুরুতর আহত অবস্থায় তাঁকে পাশের হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়। রাজেশের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে।
লকডাউন হলে যেখানে পারিবারিক সম্পর্ক আরও সুন্দর হওয়ার কথা সেখানে এরকম একটি ঘটনা সত্যি আশ্চর্যের। যদিও বিশেষজ্ঞরা বলেছিল, লকডাউনে অবনতি ঘটতে পারে পারিবারিক সম্পর্কের। এই ঘটনা বোধহয় তারই নজির।
ইতিমধ্যে ভারতে বেড়েই চলছে করোনা ভাইরাসের আক্রান্তের হার। এখন ভারতে এই ভাইরাসে আক্রান্ত ৭২৭ জন এবং মৃত ২০। আক্রান্তের মধ্যে ৪২ জন সুস্থ হয়েছে। আর ৪৭ জন বিদেশী নাগরিক।
করোনা প্রকোপ রোধ করতে ভারতে ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউনের সিদ্ধন্ত নিয়েছে ভারত সরকার। এমনকি বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সাধারণ মানুষের জন্য ১.৭ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছেন । খাদ্য সুরক্ষা এবং অত্যাবশ্যকীয় পণ্যসামগ্রী কেনার সুবিধায় এই টাকা খরচ হবে বলে জানিয়েছে কেন্দ্র। দেশের এই জরুরি সময়ে কেউ অভুক্ত যাতে অভুক্ত না থাকে তাঁর জন্যই এই সিদ্ধান্ত কেন্দ্রের।