করোনা কবলিত ইতালিতে ৪৭৫ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ

0
87

রোম: করোনার জেরে ইতালিতে দিন দিন ক্রমেই পরিস্থিতি খারাপ হচ্ছে৷ একদিনে সবোর্চ্চ মানুষের মৃত্যু হল৷ ইতালিতে এই মারণ ভাইরাস প্রাণ কাড়ল ৪৭৫ জনের৷ সব মিলিয়ে ইউরোপের এই দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ হাজার৷

চিনের বাইরে করোনা সবথেকে বেশি ছোবল মেরেছে ইতালিতে৷ ৩৫ হাজার ৭১৩ জন মানুষ আক্রান্ত৷ যদিও চিকিৎসার পর ৪ হাজারের বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন৷ কিন্তু যে হারে ইতালিতে সংক্রমণ ছড়াচ্ছে এবং মৃত্যুহার বাড়ছে তার জেরে চরম আতঙ্ক তৈরি হয়েছে৷ সবচেয়ে খারাপ অবস্থা ইতালির লম্বারডি৷ সেখানে একদিনে ৩১৯ জনের মারা যাওয়ার রেকর্ড আছে৷

- Advertisement -

আন্টার্টিকা ছাড়া ইউরোপের সব দেশেই ঢুকে পড়েছে করোনা৷ স্পেনে ১৩ হাজার ৭১৬ জন আক্রান্ত৷ মৃত্যু হয়েছে ৫৯৮ জনের৷ ফ্রান্সে ৭ হাজার ৭৩০ জন আক্রান্ত৷ মৃত্যু হয়েছে ১৭৫ জনের৷ মৃতদের ৭ শতাংশের বয়স ৬৫র উর্ধ্বে৷ ব্রিটেনে ১০৪ জনের মৃত্যু হয়েছে৷

জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশে চ্যালেঞ্জিং পরিস্থিতি তৈরি হয়নি৷ ইউরোপের অন্যান্য দেশের তুলনায় জার্মানির পরিস্থিতি একটু ভালো৷ এখানে মারণ ভাইরাসের বলি হয়েছে ১২ জন৷ আক্রান্ত ৮ হাজার ১৯৮ জন৷