ফিল্মফেয়ারে ‘গাল্লি বয়’-এর আধিপত্য, সেরার সেরা রণবীর ও আলিয়া

0
221

গুয়াহাটি: ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সেরা পুরস্কার হল ফিল্ম ফেয়ার। সারা বছরের সিনেমাগুলোকে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের পরে বছরের প্রথমেই এই তালিকা প্রস্তুত করা হয়। সেইমতো ৬৫তম ফিল্মফেয়ার অনুষ্ঠানের দিকে তাকিয়ে ছিল সিনেমা প্রেমীরা। গতকাল রাতে গুয়াহাটিতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আধিপত্য দেখাল জোয়া আখতার পরিচালিত ‘গাল্লি বয়’। ১৩টি বিভাগে মনোনীত হয়েছে এই সিনেমাটি। তারমধ্যে সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী, সেরা সহ অভিনেতা ও সেরা সহ অভিনেত্রীর পুরস্কারই গেছে ‘গাল্লি বয়’-এর ঝুলিতে।

এই বছর সেরা অভিনেতা হয়ে ‘ব্ল্যাক লেডি’-কে নিজের কাছে রাখলেন ‘গাল্লি বয়’-এর রণবীর সিং। সেই একই সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান আলিয়া ভাট। এছাড়াও সেরা সিনেমার সন্মান পায় ‘গাল্লি বয়’। সেরা পরিচালকও যায় এই সিনেমার ঝুলিতে।

- Advertisement -

৬৫তম ফিল্ম ফেয়ার পুরস্কার বিজেতার তালিকা-

সেরা সিনেমা গাল্লি বয়
সেরা পরিচালক- জোয়া আখতার
সেরা অভিনেতা (জনপ্রিয়) – রণবীর সিং (গাল্লি বয়)
 (সমালোচকদের মতে) – আয়ুষ্মান খুরানা (আর্টিকেল ১৫)

সেরা অভিনেত্রী (জনপ্রিয়) – আলিয়া ভাট (গাল্লি বয়)
      (সমালোচকদের মতে) – ভূমি পেডনেকর (সানদ কি আঁখ)

সেরা সহ অভিনেতা – সিদ্ধন্ত চতুর্বেদী (গাল্লি বয়)
সেরা সহ অভিনেত্রী – অমৃতা সুভাষ (গাল্লি বয়)

সেরা মিউজিক অ্যালবাম- গাল্লি বয়

সেরা লিরিক্স- ডাইভাইন এবং অঙ্কুর তেওয়ারি – আপনা সময় আয়েগা – ‘গলি বয়’

সেরা প্লেব্যাক গায়ক (পুরুষ)- অরিজিৎ সিং … কলঙ্ক নাহী … ‘কলঙ্ক’

সেরা প্লেব্যাক সিঙ্গার (মহিলা)- শিল্পা রাও … ঘুঙ্গরো … ‘যুদ্ধ’

ডেভিউ পরিচালক অদিত্য ধর – ‘উরি: সার্জিক্যাল স্ট্রাইক’

সেরা ডেভিউ অভিনেতা- অভিমন্যু দাসানী (মার্ড কো দরদ না হোতা)

সেরা ডেভিউ অভিনেত্রী- অ্যানন্যা পান্ডে (স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২)

সেরা চিত্রনাট্য – রিমা কাগতি এবং জোয়া আখতার ‘)(গাল্লি বয়)

সেরা সংলাপ- বিজয় মৌর্য (গাল্লি বয়)

লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড- রমেশ সিপ্পি