বাংলায় রূপান্তরকামীদের জন্য হাসপাতালে ওয়ার্ড

0
186

বালুরঘাট: এখনও ট্রান্সজেন্ডার বা রূপান্তরকামীদের মেনে নিতে পারেনি সমাজ৷ তাদের দেখলে আজও ভ্রু কুচকে তাকায়৷ রূপান্তরকামীরা হাজারও প্রতিবাদ করে সমাজে নিজেদের জায়গা করে নিতে পারেনি৷ লোক সমাজে অনেক ছোটো বড় কথার সম্মুখীন হতে হয় তাঁদের৷ শুধু তাই নয় চিকিৎসা করাতে গিয়েও নাজেহাল হতে হয় তাঁদের।

এবার তাঁদের কথা ভেবে নয়া পদক্ষেপ নিল বালুরঘাট৷ যা রাজ্যে এই প্রথমবার৷ বালুরঘাট জেলা হাসপাতালে এতো দিন পর্যন্ত মহিলা ও পুরুষ ওয়ার্ড ছিল৷ সেখানে এবার রূপান্তরকামীদের জন্য একটি নতুন ওয়ার্ড চালু করল জেলা স্বাস্থ্য দফতর৷ এই ওয়ার্ডের উদ্বোধন করেন রূপান্তরকামী বনি রায়৷ উপস্থিত ছিলেন স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে, জেলা আইন কর্তৃপক্ষ শুভ্রসোম ঘোষাল, বালুরঘাট হাসপাতাল সুপার তপন কুমার বিশ্বাস সহ জেলার বিভিন্ন দফতরের আধিকারিকরা৷

- Advertisement -

জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, রাজ্য এই প্রথম তারা এই ওয়ার্ড চালু করল বালুরঘাট জেলা হাসপাতালে৷ এবার থেকে হাসপাতালের এক তলায় মেডিসিন ব্লকে রূপান্তরকামীদের জন্য চারটি বেড সংক্ষরিত থাকবে৷ জেলায় প্রায় ৩০০ জন রূপান্তরকামী রয়েছে৷ তাঁদের কথা ভেবে সরকারি হাসপাতালে এই ব্যবস্থা নেওয়া হয়ছে৷

উদ্বোধনের পর বনি রায় বলেন, ‘‘আমাদের অনেক মৌলিক অধিকার রয়েছে৷ কিন্তু সেইগুলি আমরা এখনও আদায় করে উঠতে পারেনি৷ কিন্তু আমাদের এই স্বাস্থ্য পরিষেবা পেয়ে আমরা খুব খুশি৷ কারণ আমাদের কেউ হাসপাতালে ভরতি হলে কোন ওয়ার্ডে রাখা হবে এই নিয়ে অনেক সমস্যায় পড়তে হত৷ এরপর আমরা জেলা লিগ্যাল এইড সার্ভিসের একটি ক্যাম্পে আমারা এই অসুবিধার কথা জানাই৷ বিষয়টি ডিএলএসএস কর্তৃপক্ষ স্বাস্থ্য দফতর কাছে জানান৷ তারপরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় জেলা হাসপাতালের সুপার ও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সিদ্ধান্ত নেন৷ এই পরিষেবা পেয়ে আমরা খুব খুশি৷’’

জেলা স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে বলেন, ‘‘চিকিৎসার সময় রূপান্তকামীদের মহিলা নাকি পুরুষ ওয়ার্ডে নিয়ে যাওয়া হবে সেই বিষয়ে আমাকে জিজ্ঞাসা করতে আসত কর্মরত চিকিৎসকরা৷ এরপরই আমি জেলা স্বাস্থ্য বিভাগের কয়েকজনের সঙ্গে কথা বলি৷ তারপরই এই ব্যবস্থা করা হয়েছে৷ রূপান্তরকামীদের জন্য বিশেষ ওয়ার্ড খুলে দৃষ্টান্ত স্থাপন করতে পেরে ভীষণ খুশি আমরা৷’’