কলকাতা: বছরের প্রথমেই রাজ্যবাসীর জন্য সুখবর আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন যে রাজ্যের ৮ কোটি রেশন গ্রাহক ২ টাকা কেজি দরে চাল পেতেন, তাঁদেরকেই এবার ১ টাকা কেজি ধরে চাল দেওয়ার কথা ঘোষণা করল মমতার সরকার। এই প্রক্রিয়া তাড়াতাড়ি শুরু করার জন্য নবান্নকে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
খাদ্য দপ্তর সূত্রে খবর, দু’টাকার পরিবর্তে ১টাকা কেজি দরে চাল দেওয়ার প্রস্তাব অনুমোদনের জন্য নবান্নে পাঠানো হয়েছে৷ নয়া এই প্রস্তাব কার্যকর হলে ২০০ কোটি টাকা অতিরিক্ত খরচ হবে রাজ্যের৷ তাতে উপকৃত হবেন রাজ্যের ৮ কোটি জনতা৷
সরকারি সূত্রে খবর, প্রাথমিকভাবে নবান্ন থেকে সবুজ সঙ্কেত মেলার পর ১ টাকা কেজি দরে চাল দেওয়ার বিস্তারিত রিপোর্ট প্রস্তাব আকারে খাদ্য দপ্তরের তরফে পাঠানো হয়েছে৷ অর্থ দপ্তর বিষয়টি খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে৷ তারপর বাস্তাবের মুখ দেখবে, নয়া প্রস্তাব৷