31 C
Kolkata
Thursday, July 4, 2024
Home ক্রিকেট 'চোখের জলের হয় না কোনও রং....', আবেগতাড়িত রোহিত ট্রফি ছাড়া আর কিছুই...

‘চোখের জলের হয় না কোনও রং….’, আবেগতাড়িত রোহিত ট্রফি ছাড়া আর কিছুই ভাবছেন না

বিশ্বদীপ ব্যানার্জি: “চোখের জলের হয় না কোনও রং তবু কত রঙের ছবি আছে আঁকা…” সাত মাসের মধ্যে দু-দুটো বিশ্বকাপ ফাইনাল। ১৯ নভেম্বর যা না পাওয়ার যন্ত্রনা এতদিন কুড়ে কুড়ে খেয়েছে, তা কড়ায় গন্ডায় ছিনিয়ে নেওয়ার আরও এক মোক্ষম সুযোগ। সেইসঙ্গে সেমিফাইনালের মতো মঞ্চে কঠিন সময় ৫৭ রানের অধিনায়কোচিত ইনিংস। সব মিলিয়ে আবেগ আর কিছুতেই বাঁধ মানল না ক্যাপ্টেন রোহিতের। ইংল্যান্ডের বিরুদ্ধে গানায় টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল জয়ের পর ঝরঝর করে কেঁদে ফেললেন তিনি।

- Advertisement -

আরও পড়ুনঃ বৃষ্টিবিঘ্নিত সেমিতে ধূলিসাৎ ইংরেজরা, এই ভারত অন্য ভারত

ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এই দৃশ্য। যেখানে দেখা যায়, ইংরেজদের বিরুদ্ধে জয় তুলে নেওয়ার পর ড্রেসিংরুমে একটি চেয়ারে বসে হাত দিয়ে চোখ ঢেকে রয়েছেন ভারত অধিনায়ক। রোহিতকে গিয়ে সামলান বিরাট। ৩৭ বছর বয়সী রোহিত এরপর অবশ্য চোখ থেকে হাত সরান। কিন্তু স্পষ্টই দেখা যায় তাঁর চোখে জল। নিজের আবেগকে যেন কিছুতেই বশ করতে পারছেন না তিনি। আসলে এটাই যে তার শেষ বিশ্বকাপ। অধিনায়ক হিসেবে দেশকে ট্রফি দেওয়ার শেষ সুযোগ। যে সুযোগ গত এক বছরের মধ্যে দুবার এসেছে। কিন্তু দুবারই ফাইনালে গিয়ে স্বপ্নভঙ্গ। এবারে যাতে তা না হয় সেজন্য বদ্ধপরিকর তিনি এবং তাঁর দল।

- Advertisement -

 

গত ১৯ নভেম্বর অস্ট্রেলিয়ার ঘরের মাঠে কাছে ৫০ ওভারের বিশ্বকাপ ফাইনাল হারার পরেও একই ছবি দেখা গিয়েছিল। সেদিনও হাত দিয়ে ঢেকে চোখের জল লুকাতে চেয়েছিলেন ক্যাপ্টেন রোহিত। কিন্তু এদিনের কান্না একেবারেই আলাদা। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসেও সেই কথাই বলে গেলেন তিনি। কোন রাখঢাক না রেখেই জানিয়ে দিলেন ফাইনালে জয় ছাড়া কিছু ভাবছেন না।

খাস খবর ফেসবুক পেজের লিংকঃ https://www.facebook.com/share/434buqMrZ98y4kma/?mibextid=qi2Omg

- Advertisement -

রোহিতের কথায়, “মাথা ঠান্ডা রাখলে তবেই সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়। তাই দল হিসাবে আমাদের শান্ত থাকতে হবে। এবারে আমরা আক্রমণাত্মক ক্রিকেট খেলেছি। ফাইনালেও একই কাজ করতে চাই।” যোগ করেন, “ফাইনাল জিততে হলে ভাল ক্রিকেট খেলা ছাড়া আর কোনও রাস্তা নেই।” পাশাপাশি তিনি এও বলেন, “এই জয় খুব স্বস্তি দিয়েছে আমাকে। কুলদীপ এবং অক্ষর অভিজ্ঞ স্পিনার। আমি জানতামই ওদের বিরুদ্ধে খেলা সহজ হবে না। আমরা প্রথমে ভেবেছিলাম ১৪০-৫০ অব্দি পৌঁছবো। কিন্তু আমার আর সূর্যর মধ্যে একটা পার্টনারশিপ হয়। এরপরই আমরা ঠিক করে নিই, আরও ২৫ রান যোগ করতে হবে। আমি শুরুতেই একটা লক্ষ্য নিয়ে নামি কিন্তু সেটা কাউকে বলি না। আমি চাই প্রত্যেকে নিজের বুদ্ধি খরচ করুক।”

- Advertisement -

সপ্তাহের সবচেয়ে জনপ্রিয় সংবাদ

কেদারনাথ মন্দিরের পিছন দিক থেকে হঠাৎ নামল ভয়ঙ্কর তুষারঝড়, তারপর যা হল…

সিমলা: হটাৎ করেই কেদারনাথ মন্দিরের পিছনে দেখা গেল পাহাড়ের উপর থেকে দ্রুত গতিতে নামছে সাদা মেঘের মত কিছু জিনিস। কয়েক মুহূর্ত পর বোঝা গেল...

তীর্থযাত্রা থেকে ফেরার পথে মিনি বাসের সঙ্গে ট্রাকের ভয়াবহ সংঘর্ষে মৃত ১৩

বেঙ্গালুরু: মর্মান্তিক দুর্ঘটনা। শুক্রবার ভোরে কর্ণাটকের হাভেরি জেলার ব্যাদাগি তালুকে একটি মিনি-বাস দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দিলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। মিনিবাস ও ট্রাকের সংঘর্ষে...

স্কুলে ২ দিনে ৩ শিশুর মৃত্যু,অসুস্থ ১২, তদন্তের নির্দেশ

ইন্দোর: গত কয়েকদিনে স্কুলের মধ্যে শিশু মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মধ্যপ্রদেশের ইন্দোর জেলায় অবস্থিত বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য একটি বিশেষ বিদ্যালয় শ্রী যুগপুরুষ ধাম...

কেন হাত নেই জগন্নাথের, জানা কাহিনীর বাইরে যে অজানা পৌরাণিক তাৎপর্য

বিশ্বদীপ ব্যানার্জি: পুরীর জগন্নাথদেবের কেন হাত নেই? নেপথ্যের কাহিনী বহুল প্রচলিত। সকলেই জানেন, জগন্নাথের মূর্তি তৈরীর সময় ভাস্কররূপী বিশ্বকর্মা রাজা ইন্দ্রদ্যুম্নকে শর্ত দিয়েছিলেন যেন...

খবর এই মুহূর্তে

সরকারি লাইসেন্স প্রাপ্ত দোকান থেকে মদ বিক্রির বিরোধিতা তৃণমূল নেতার

গোপাল শীল, পাথরপ্রতিমা: মদ বিক্রির বিরোধিতা তৃণমূল নেতার৷ যদিও দোকানটি লাইসেন্স বলে জানা গিয়েছে৷ মদ আটকে ক্ষোভ প্রকাশ শাসকদলের (TMC) ওই নেতার৷ এমনটাই অভিযোগ...

লেক গার্ডেন্সের গেস্ট হাউসে প্রেমিকাকে খুন, সুইসাইড নোট উদ্ধার যুবকের

কলকাতা: সঙ্গীনীকে গুলি করে আত্মঘাতী(Suicide) যুবক। গড়িয়াহাটের কাছেই একটি গেস্ট হাউসে বুধবার ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে জানা যায়, সঙ্গিনীকে গুলি করার পরে নিজের মাথায় গুলি...

কথা রাখলেন খাদ্যরসিক রোহিত, বিশ্ব জিতে দেশে ফিরে কেকে কামড়

বিশ্বদীপ ব্যানার্জি: বিশ্বকাপ জিতে দেশে ফিরে স্বমহিমায় রোহিত শর্মা। বৃহস্পতিবার ভোর ৬টা ৫ মিনিটে দিল্লিতে অবতরণ করে টিম ইন্ডিয়া। এরপর বেলা ১১টা নাগাদ তারা...

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আরও ৩টি ব্রিজ, ১৫ দিনে নবম ঘটনা

পাটনা: একের পর এক ভেঙে পড়ছে ব্রিজ। বিহার বুধবার আরও তিনটি সেতু ভেঙে পড়ার সাক্ষী থেকেছে। গত ১৫ দিনের মধ্যে বৃষ্টি প্রভাবিত রাজ্যে এই...