29 C
Kolkata
Tuesday, July 2, 2024
Home জেলার খবর জেলায় জেলায় বিশ্ব মাদক বিরোধী দিবস পালন

জেলায় জেলায় বিশ্ব মাদক বিরোধী দিবস পালন

খাস ডেস্ক, কলকাতা: বেড়েই চলেছে মাদকের অপব্যবহার এবং অবৈধ মাদকদ্রব্য পাচার। বুধবার ২৬ জুন পালন করা হয় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। মাদক বা মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচার রুখতেই এই দিনটি পালিত হয়। এই উদ্যোগেই বাংলার একাধিক জেলায় নেওয়া হল বিভিন্ন পদক্ষেপ। সমাজকে নেশা মুক্ত গড়ে তুলতে ১৯৮৯ সালে ২৬ জুন দিনটিকে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন করা হয়েছিল। প্রতিবছর এইদিনটিতে সরকারি কিংবা বেসরকারি উদ্যোগে বিভিন্ন ধরনের সমাজ সচেতনা মূলক কর্মসূচী গ্রহণ করা হয়।

- Advertisement -

উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা (North 24 Parganas & South 24 Parganas), হুগলি (Hooghly), নদিয়া (Nadia), শিলিগুড়ি (Siliguri),পূর্ব বর্ধমান (Purba Bardhaman),বাঁকুড়া (Bankura),পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur), মুর্শিদাবাদ (Murshidabad), বীরভূম (Birbhum),মালদহ ( Malda),জলপাইগুড়ি (Jalpaiguri), উত্তর দিনাজপুর (Uttar Dinajpur)-সহ বিভিন্ন জেলায় পালন করা হল বিশ্ব মাদক বিরোধী দিবস। বিভিন্ন স্কুলের পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা,পুলিশ,সিভিক ভলেন্টিয়ারসহ একাধিক শ্রেনির মানুষরা অংশ নিয়েছিলেন। বিভিন্ন কলা কৌশলের মাধ্যমে সচেতন করা হল সাধারণ মানুষকে।

- Advertisement -

 

উত্তর ২৪ পরগণা (North 24 Parganas) জেলার আমডাঙ্গা ট্রাফিক গার্ডের উদ্যোগে মাদকদ্রব্য সচেতনা বিষয়ে র‍্যালি আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ট্রাফিক ডিএসপি অলক রঞ্জন মুন্সি, আমডাঙ্গা ট্রাফিক ওসি রেজাউল শেখ, আমডাঙ্গা আদর্শ টিচার শ্রেণী কলেজ বিএড ও ডি এল এড প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্র-ছাত্রীরা। র‍্যালিতে বিভিন্ন কলাকৌশল দেখানো হয়। নেশা জাতীয় জিনিস হাতে নিয়ে এবং মাদককারীদের ভঙ্গিমায় মানুষকে সচেতন করা হয়। এক কলেজ শিক্ষক জানান, “আইন করলে মানুষ আইনের বিরুদ্ধে পথ চলতে চায়। তাই আমরা বন্ধু ভেবে তাদেরকে বন্ধুত্বের হাত বাড়িয়ে সমাজকে মাদকমুক্ত করার জন্য বন্ধুত্বপূর্ণ ভাবে আহ্বান করছি। আগামী দিনে যাতে এই জায়গাটা মাদক মুক্ত জায়গা হিসেবে গড়ে ওঠে।”

- Advertisement -

ব্যারাকপুর (Barrackpore) পুলিশ কমিশনারেটের বীজপুর থানা ও কাঁপা সাব ট্রাফিক গার্ডের যৌথ উদ্যোগে বুধবার উদযাপিত হল আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। কাঁচরাপাড়া কলেজ মোড় থেকে শুরু করে কাঁচরাপাড়া বেল ইনস্টিটিউট পর্যন্ত বর্নাঢ্য পদযাত্রা করা হয়। উক্ত পদযাত্রায় কাঁচরাপাড়া পুর অঞ্চলের দশটি স্কুলের পড়ুয়ারা অংশ নিয়েছিল। পদযাত্রায় সামিল হয়েছিলেন ব্যারাকপুর (Barrackpore) পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরাও।


উত্তর ২৪ পরগনা জেলার দত্তপুকুর (Dutta Pukur) ট্রাফিক গার্ডের উদ্যোগে বিশ্ব মাদকদ্রব্য সচেতনা র‍্যালি আয়োজন করা হয়। র‍্যালিতে অংশগ্রহণ করেন বারাসাত (Barasat) ট্রাফিক ডিএসপি অলক রঞ্জন মুন্সি ও ট্রাফিক ওসি রেজাউল শেখ। অংশগ্রহণ করেন দত্তপুকুর আদর্শ এফপি স্কুল ছাত্র-ছাত্রীরা এবং টিচাররা। দত্তপুকুর (Dutta Pukur) হাটখোলা থেকে দু নম্বর গ্রাম পঞ্চায়েত পর্যন্ত পায়ে হেঁটে চলে র‍্যালি। দত্তপুকুর আদর্শ এপি স্কুলের ছাত্র-ছাত্রীদের আঁকা কাটআউট এবং বিভিন্ন রকম নেশার কাট আউট হাতে নিয়ে মানুষকে সচেতন করা হয়। প্রধান শিক্ষক সুমন দে জানান, “আমাদের ছোট ছোট বাচ্চারা মাদক বিরোধী ছবি এঁকে সমাজকে বোঝাবার চেষ্টা করে্রে। আমরা ধন্যবাদ জানাই ট্রাফিক পুলিশদেরকেও। মানুষের মনে সাড়া ফেলতে পেরেছি।”

বুধবার বিশ্ব মাদক বিরোধী দিবস পালিত হয় হুগলির ধনিয়াখালী (Dhaniakhali) ব্লকের অন্তর্গত ধনিয়াখালী (Dhaniakhali) শরৎসেণ্টেনারী কলেজে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধনিয়াখালী (Dhaniakhali) থানার ভারপ্রাপ্ত ওসি প্রসেনজিৎ ঘোষ ও ধনিয়াখালী (Dhaniakhali) থানার ভারপ্রাপ্ত অফিসার, ধনিয়াখালী স্টেট জেনারেল হাসপাতালের বি এম ও এইচ। উপস্থিত ছিলেন শরৎ সেণ্টেনারী কলেজের প্রিন্সিপাল ও গভর্নমেন্ট বডির প্রেসিডেন্ট ডঃ সঞ্জিব ব্যানার্জি। ধনিয়াখালী (Dhaniakhali) থানার ভারপ্রাপ্ত ওসি কয়েকটি বিষয় নিয়ে ছাত্র-ছাত্রীদের সচেতনতা করেন। নারী নির্যাতন রোধ, শিশু ও নারী পাচারের প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ, সাইবার জালিয়াতি।

বুধবার সারা বিশ্বজুড়ে মাদকবিরোধী অভিযান চালানো হচ্ছে। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে কালনা মহকুমার বিভিন্ন থানায় সকাল থেকেই চলল সচেতনতামূলক প্রচার। র‍্যালিতে হাজির ছিলেন কালনা থানা পুলিশের বিভিন্ন আধিকারিক, সিভিক ভলেন্টিয়ার সহ স্থানীয় মহারাজা উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা। স্পেশাল অভিযান চালানো হয় কালনা (Kalna) হাসপাতালে। এদিন হাসপাতাল চত্বরে ধূমপান করা ব্যক্তিদের সাতজনকে ২০০ টাকা করে ফাইন করা হয়।

“ড্রাগের নেশা সর্বনাশা বার্তা দাও, বিশ্বময় ড্রাগ আর নয়, ড্রাগ আর নয়।” এই শ্লোগান কে সামনে রেখে কীর্ণাহার থানার পুলিশ প্রশাসন এক পদযাত্রার আয়োজন করেছিলেন। বুধবার পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার দাসপুর থানার অন্তর্গত অ্যান্টি ড্রাগ অ্যাকশন ফোরামের উদ্যোগে মাদক দ্রব্যের কুফল বিষয় সম্পর্কে আলোচনা করা হয়। গোবিন্দ নগর কালিবাজার প্রাঙ্গণ আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। মেডিকেল জার্নাল, বিশিষ্ট চিকিৎসক ও সমাজ বিজ্ঞানীদের পরামর্শ এবং আন্তর্জাতিক নানান তথ্য ও সচেতনতামূলক নাটিকা, বিতর্ক ও আলোচনা চক্রের মধ্য দিয়ে এই দিনটি তাৎপর্যসহিত আলোকপাত করা হয়।

বিশ্ব মাদক বিরোধী দিবসের অনুষ্ঠান থেকে সবাই একত্রিতভাবে শপথ গ্রহণ করেন আমাদের পরিবার ও পরিবেশকে মাদক শ্রাবণ বা মাদকাসক্তি থেকে মুক্ত করা।

- Advertisement -

সপ্তাহের সবচেয়ে জনপ্রিয় সংবাদ

গৃহবধূর সঙ্গে সঙ্গম, হাতেনাতে ধরে বেধড়ক মার অর্ধনগ্ন সিভিক ভলেন্টিয়ারকে

রফিকুল ইসলাম, মুর্শিদাবাদ: গৃহবধূর সঙ্গে পরকীয়া সম্পর্কে লিপ্ত এক সিভিক ভলেন্টিয়ার৷ রাতে বাড়িতে স্বামী না থাকার সুযোগ নিয়ে প্রেমিক সিভিক ভলেন্টিয়ার বাড়িতে প্রবেশ করান...

যোগীর পর মমতা,বাঙলায় নামলো বুলডোজার

প্রতীতি ঘোষ,ব্যারাকপুর ঃযোগী রাজ্যের বুল ডোজার নীতি এই বার শুরু হোলো বাংলায়।যোগীর মতনই  সোমবার  মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বেআইনি নির্মাণ,জমি মাফিয়ারাজ  মুখ্যমন্ত্রী নিয়ে সরব হন। রাজ্যের...

র‍্যাম্পে হেঁটে নজির গড়লেন তৃতীয় লিঙ্গের ফ্যাশন প্রতিযোগীরা

শঙ্কু কর্মকার, বালুরঘাটঃ সামাজিক স্তরে নানান যুদ্ধের মধ্যে দিয়ে নিজেদের স্থান তৈরির লড়াই চালিয়ে যাচ্ছেন তৃতীয় লিঙ্গ(Transgender)। শিক্ষা থেকে সাহিত্য সর্বস্তরেই এখন তৃতীয় লিঙ্গরা...

কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস, হলুদ সতর্কতা উত্তরে

কলকাতা: তীব্র দহল জ্বালা একটু হলেও কমেছে। তবে অস্বস্তিকর আবহাওয়া থেকে রেহাই পায়নি কলকাতাসহ (Kolkata) সমগ্র দক্ষিণবঙ্গবাসী। চাতকের ন্যায় আকাশপাণে তাকিয়ে বৃষ্টির অপেক্ষায়। আলিপুর আবহাওয়া...

খবর এই মুহূর্তে

নেশার টাকা না পেয়ে মাকে খুন ছেলের

  সুজিত দুয়ারী,হাবড়া ঃনেশার টাকা না পেয়ে মায়ের গলায় ছুরি চালিয়ে খুন করলো ছেলে। ।মৃত বছর পঁয়ষট্টির বৃদ্ধার নাম রুবি বিশ্বাস।মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হাবড়ার...

মৃত্যুর পর কোথায় যায় মানুষ, চমকে দেবে হিন্দু পুরাণের ব্যখ্যা

বিশ্বদীপ ব্যানার্জি: কবি বলেছেন, 'জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে...।' হ্যাঁ, এটাই জীবনের একমাত্র সারসত্য। মৃত্যু (Death)। জন্ম হলে মরতে হবেই। চিকিৎসা শাস্ত্রে একটা...

সরকারি জমি প্রোমোটারকে বিক্রি করার অভিযোগে গ্রেফতার

পলাশ নস্কর, কলকাতা: সরকারি জমির উপর থাকা গাছ কাটার অভিযোগ৷ শুধু তাই সেই জমি প্রোমোটারকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে৷ ঘটনায়...

২৩ বছরের পুরনো মামলায় সমাজকর্মী মেধা পাটকরের ৫ মাসের জেল, দিতে হবে ১০ লক্ষ জরিমানা

নয়াদিল্লি: ২৩ বছরের পুরানো মানহানির মামলায় ৫ মাসের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হল সমাজকর্মী মেধা পাটকরকে। সেই সঙ্গে তাঁকে দিতে হবে ১০ লক্ষ টাকা...