31 C
Kolkata
Thursday, July 4, 2024
Home পাঁচ মেশালি তমলুক মেডিক্যাল কলেজে বিরল রোগের অস্ত্রোপচারে প্রাণ ফিরে পেলো গৃহবধূ, খুশি চিকিৎসকরা

তমলুক মেডিক্যাল কলেজে বিরল রোগের অস্ত্রোপচারে প্রাণ ফিরে পেলো গৃহবধূ, খুশি চিকিৎসকরা

পুলক বেরা, পূর্ব মেদিনীপুর: সেরিব্রোস্পাইনাল ফ্লুইড (CSF) রাইনোরিয়া রোগটির নাম অনেকেরই অজানা। নামের মতই খটমট রোগের উপসর্গ গুলো। সেরিব্রোস্পাইনাল ফ্লুইড (CSF) রাইনোরিয়া দেখা দেয় যখন ডুরা এবং খুলির গোড়ার মধ্যে ফিস্টুলা থাকে এবং নাক থেকে CSF স্রাব হয়। সিএসএফ (CSF) রাইনোরিয়া বা লিকোরিয়া সাধারণত মাথার আঘাতের (সামনের-বেসাল স্কাল ফ্র্যাকচার), ইন্ট্রাক্রানিয়াল সার্জারি বা ধ্বংসের ক্ষতগুলির ফলে ঘটে।

- Advertisement -

তমলুক মেডিক্যাল কলেজে এমনই বিরল রোগের সফল অস্ত্রোপচারে প্রাণ ফিরল গৃহবধূর। চিকিৎসকদের কথায়, ওই মহিলার নাক দিয়ে একরকম ফ্লুইড বেরিয়ে আসছিল সেটা আসলে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড অর্থাৎ মাথার ঘিলুর খানিকটা অংশের রস! যা পরবর্তীতে বড়সড় বিপত্তি তৈরি করত। গত শনিবার প্রায় আড়াই ঘণ্টার অস্ত্রোপচার হয়। আশার আলো দেখছেন জেলার চিকিৎসকেরা। খুশি রোগীর আত্মীয় পরিজনেরাও।

জেলা সদর তমলুকের পাশাপাশি বিভিন্ন মহকুমা এলাকায় গজিয়ে উঠেছে একের পর এক নার্সিংহোম থেকে শুরু করে ডায়াগনস্টিক সেন্টার। কিন্তু তারপরেও রোগীর পরিষেবা নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ। এই যেখানে ছবি সেখানে সরকারি পরিকাঠাময় এই বিরল চিকিৎসা নিঃসন্দেহে ব্যতিক্রম।

- Advertisement -

মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, তমলুকের রাজনগর জেলার বাসিন্দা গৃহবধূ দিপালী বর্মন(৪৭), স্বামী সুকুমার বর্মনের সঙ্গেই মাছের ব্যবসা করে কোনওরকমে সংসার চালাতেন। বছর তিনেক আগে অসহ্য মাথার যন্ত্রণা শুরু হয় দিপালীদেবীর।

আর তাতেই সেই মাছের ব্যবসা প্রায় লাটে ওঠবার জোগাড়। এদিক ওদিক ঘুরে শেষে তমলুক মেডিক্যাল কলেজে এসে হাজির হন তাঁরা । দিপালীদেবীর দাবি, মাস ছয় আগে থেকেই নাক দিয়ে অনবরত জল গড়িয়ে পড়েছিল। সেই সঙ্গে মাথার যন্ত্রণা। চিকিৎসকদের পরামর্শ মেনে নানা পরীক্ষা-নিরীক্ষা হয়। তাতেই সামনে আসে সিএসএফ রাইনোরিয়া নামে এক বিরল রোগের কথা।

- Advertisement -

চিকিৎসকদের পরামর্শ মতো মেডিক্যাল কলেজেই শুরু হয় ওই মহিলার অস্ত্রোপচারের যাবতীয় তোড়জোড়। গত শনিবার প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় নাকের ভিতর দিয়ে এনডোস্কপির মাধ্যমে মাথার খুলির ফুটো হয়ে যাওয়া অংশে অস্ত্রোপচার হয়। মেডিকেল কলেজের ইএনটি বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসার ডা. সৌমিক সাহার নেতৃত্বে প্রায় চার সদস্যের চিকিৎসকদের একটি দল ওই মহিলার পায়ের একটি অংশের মাংসপিণ্ড কেটে তা অস্ত্রোপচার করতে সফল হয়েছেন বলে দাবি। গৃহবধূর স্বামী সুকুমার বর্মন বলেন, “স্ত্রী সুস্থ হতে পেরেছে আমারও ভীষণ ভালো লাগছে। আমি ভাবতেই পারিনি এমন বিরল রোগের চিকিৎসা এই সরকারি হাসপাতালে হতে পারে।”

বর্তমানে দিপালী বর্মনের শারীরিক অবস্থাও অনেকটাই উন্নতি হয়েছে বলে জানিয়েছেন ইএনটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডা. সৌমিক সাহা। তিনি বলেন, “এ ধরনের জটিল অস্ত্রপচার পূর্ব মেদিনীপুর জেলা তথা মেডিকেল কলেজে এই প্রথম।” মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল শর্মিষ্ঠা মল্লিক জানান, “মেডিক্যাল কলেজের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নের পাশাপাশি রোগীদের পরিষেবা প্রদানে আমরা যথেষ্টই সফল। আগামিদিনেও যাতে তা সম্ভব হয় সেই চেষ্টাই করব।”।

- Advertisement -

সপ্তাহের সবচেয়ে জনপ্রিয় সংবাদ

এখন থেকে ৭০ বছরের বেশী বয়সী প্রত্যেক ভারতীয় পাবেন বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা

নয়াদিল্লি: আজ বৃহস্পতিবার সংসদের যৌথ অধিবেশনে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারত জুড়ে স্বাস্থ্যসেবা উদ্যোগে বড় অগ্রগতি তুলে ধরেন।   স্বাস্থ্য পরিষেবা নিয়ে বড় ঘোষণা করেছেন  রাষ্ট্রপতি...

কেদারনাথ মন্দিরের পিছন দিক থেকে হঠাৎ নামল ভয়ঙ্কর তুষারঝড়, তারপর যা হল…

সিমলা: হটাৎ করেই কেদারনাথ মন্দিরের পিছনে দেখা গেল পাহাড়ের উপর থেকে দ্রুত গতিতে নামছে সাদা মেঘের মত কিছু জিনিস। কয়েক মুহূর্ত পর বোঝা গেল...

তীর্থযাত্রা থেকে ফেরার পথে মিনি বাসের সঙ্গে ট্রাকের ভয়াবহ সংঘর্ষে মৃত ১৩

বেঙ্গালুরু: মর্মান্তিক দুর্ঘটনা। শুক্রবার ভোরে কর্ণাটকের হাভেরি জেলার ব্যাদাগি তালুকে একটি মিনি-বাস দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দিলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। মিনিবাস ও ট্রাকের সংঘর্ষে...

তল্লাশি চালিয়ে উদ্ধার কয়েকশো লিটার মদ ও তৈরির কাঁচামাল

দিপু মিয়া ও অরিন্দম দে, রামপুরহাট: বর্তমানে বেড়েই চলেছে চোলাই মদ তৈরির ব্যবসা। আবগারি দফতরের (Excise Department) আধিকারিকেরা অভিযান চালায় বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়।...

খবর এই মুহূর্তে

পেয়েছেন গুরুতর চোট, হাসপাতালে ভর্তি মুকুল রায়, কেমন আছেন তিনি…

কলকাতা:  বেশ কিছু বছর ধরেই ভালো নেই শরীর। একজন রাজনীতিবিদ হিসাবে সেই দাপট আর নেই। একে বারেই ভেঙে গিয়েছে শরীর। কথাও বলেন না তেমন...

T20 World Cup: ভারতে ফিরল বিশ্বজয়ী ভারতীয় ক্রিকেট টিম, সাক্ষাৎ হবে PM Modi-র সঙ্গে

নয়াদিল্লি: বিশ্বজয়(T20 World Cup) করে ভারতে ফিরেছেন ভারতীয় ক্রিকেট দল। বৃহস্পতিবার সকালে বার্বাডোস থেকে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ চার্টার্ড বিমানে নয়াদিল্লিতে অবতরণ করে। টি-টোয়েন্টি...

রোহিত-কোহলি অবসরে, তবে সাকিব কেন সিদ্ধান্ত নিতে ৩ মাস নেবেন

বিশ্বদীপ ব্যানার্জি: সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে হতশ্রী পারফরম্যান্স দেখা গিয়েছে বাংলাদেশের। আর এইজন্য সমালোচকদের বাণে সবথেকে বেশি বিদ্ধ হতে হয়েছে দলের সবথেকে অভিজ্ঞ সদস্য...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগে বিশ্বকাপ বসানো বিশেষ কেক দিয়ে সংবর্ধনা Team India কে

বিশ্বদীপ ব্যানার্জি: বিশ্ব জয় করে ঘরে ফিরে এল ঘরের ছেলেরা। বৃহস্পতিবার ভোর ৬টা ৫ নাগাদ দিল্লি বিমানবন্দরে অবতরণ করেছে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান AI24WC।...