31 C
Kolkata
Thursday, July 4, 2024
Home ক্রিকেট অজিদের বিরুদ্ধেই নক আউট পর্ব শুরু রোহিতদের

অজিদের বিরুদ্ধেই নক আউট পর্ব শুরু রোহিতদের

গত বছর ভারতে অনুষ্ঠিত ৫০ ওভারের বিশ্বকাপেও প্রথম দুটি ম্যাচ হেরে গাড্ডায় পড়ে গিয়েছিল প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। কিন্তু সেখান থেকেই অবিশ্বাস্য কামব্যাক করে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয় তারা। সবথেকে বড় কথা মোতেরার ফাইনালে রোহিত-বাহিনীকেই পর্যদুস্ত করেছিল অজিরা।

বিশ্বদীপ ব্যানার্জি: প্রথম দুই ম্যাচে দুই প্রতিবেশী আফগানিস্তান এবং বাংলাদেশের বিরুদ্ধে ৪৭ এবং ৫০ রানে জয়। এই মুহূর্তে ৪ পয়েন্ট এবং +২.৪২ নেট রানরেট নিয়ে সুপার এইটের গ্রুপ-এ’তে এক নম্বরে রয়েছে রোহিত শর্মার ভারত (Indian Cricket Team)। তবু এখনও পাকা নয় সেমিফাইনালের টিকিট। সোমবার সেন্ট লুসিয়ায় ভারতীয় সময় রাত ৮টায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সুপার এইটের শেষ তথা চলতি বিশ্বকাপের সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচটি খেলতে নামছে মেন ইন ব্লু। স্বীকার না করে উপায় নেই যে এ ম্যাচের ওপরেই অনেকখানি নির্ভর করছে প্রতিযোগিতায় রোহিতদের ভাগ্য।

- Advertisement -

আরও পড়ুনঃ ভারতীয় ড্রেসিংরুমে সেরা ফিল্ডারের গলায় মেডেল পরালেন ভিভ রিচার্ডস

নকআউট পর্ব এখনও শুরু হয়নি। কিংবা শেষ চার পাকা না হলেও পরিস্থিতি এমন নয় যে এই ম্যাচ হারলেই এই বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হবে। তবু কার্যত এদিন থেকেই নকআউট পর্ব শুরু হয়ে যাচ্ছে টিম ইন্ডিয়ার (Indian Cricket Team)। এর সবথেকে বড় কারণ অবশ্যই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। যারা কিনা এই ম্যাচ হারলেই বিদায় নিতে পারে টুর্নামেন্ট থেকে।

- Advertisement -

আফগানিস্তানের কাছে ২১ রানে হেরে সেমির রাস্তা কঠিন করে ফেলেছে অস্ট্রেলিয়া। এই অবস্থায় যদি তারা সোমবার ভারতীয় দলের (Indian Cricket Team) কাছেও হারে, সে ক্ষেত্রে মঙ্গলবার সকালের ম্যাচে আফগানরা বাংলাদেশকে হারিয়ে দিলে বিদায় নিতে হবে তাদের। কিংবা যদি ভারত (Indian Cricket Team) খুব অল্প ব্যবধানেও হারে, সেক্ষেত্রেও ক্যাঙ্গারুরা নেট রানরেটের গেরোয় আটকে যেতে পারে। অবশ্য সেক্ষেত্রে বাংলাদেশকে আফগানিস্তানের এমন এক ব্যবধানে হারাতে হবে যাতে তারা নেট রানরেটে অজিদের পিছনে ফেলতে পারে। যাই হোক, এইসমস্ত সমীকরণ মাথায় রেখে ভারত (Indian Cricket Team) যে নিশ্চিতভাবেই অজিদের বিশ্বকাপ থেকে নক আউট করে দিতে চাইবে তা আর বলার অপেক্ষা রাখে না। কারণ, অস্ট্রেলিয়া এমন একটি দল যারা নক আউটে পৌঁছলে তাদের থেকে ভয়ঙ্কর আর কেউই নয়।

গত বছর ভারতে অনুষ্ঠিত ৫০ ওভারের বিশ্বকাপেও প্রথম দুটি ম্যাচ হেরে গাড্ডায় পড়ে গিয়েছিল প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। কিন্তু সেখান থেকেই অবিশ্বাস্য কামব্যাক করে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয় তারা। সবথেকে বড় কথা মোতেরার ফাইনালে রোহিত-বাহিনীকেই পর্যদুস্ত করেছিল অজিরা। সেই কথা স্মরণে রেখে ভারত (Indian Cricket Team) নিশ্চিতভাবেই চাইবে না মিচেল মার্শের দল সেমিফাইনালে উঠুক। তাছাড়া বৃষ্টির কথা মাথায় রেখে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার তাগিদও থাকবে রোহিত-কোহলিদের।

Indian Cricket Team

- Advertisement -

আগে থেকেই ঠিক হয়ে রয়েছে, ভারত (Indian Cricket Team) যদি সেমিফাইনালে পৌঁছয় তাহলে তারা গায়ানায় দ্বিতীয় সেমিফাইনাল খেলবে ২৭ জুন এবং সেই ম্যাচে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সুতরাং, যেকোনও মূল্যেই সুপার এইটে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে ভারতকে। নয়তো সেমিফাইনাল বৃষ্টির জেরে ভেস্তে গেলে না খেলেই বিদায় নিতে হবে ভারতকে। যেহেতু সুপার এইটের একটি গ্রুপের চ্যাম্পিয়নদের অন্য গ্রুপের দ্বিতীয় স্থানাধিকারী দলের বিরুদ্ধে নামতে হবে সেমিতে তাই টুর্নামেন্টের নিয়ম অনুসারে ম্যাচ বৃষ্টিতে বাতিল হয়ে গেলে, অপেক্ষাকৃত ভালো অবস্থানে থাকার জন্য সুপার এইটের গ্রুপ চ্যাম্পিয়ন দলটি-ই সরাসরি ফাইনালে পৌঁছে যাবে।

খাস খবর ফেসবুক পেজের লিংকঃ https://www.facebook.com/share/tTxycxGf5L2bSWaP/?mibextid=qi2Omg

সব মিলিয়ে সোমবার থেকেই যেন নক আউট পর্ব শুরু হয়ে যাচ্ছে টিম ইন্ডিয়ার (Indian Cricket Team)। যে কোনও মূল্যেই যে তারা অজিদের হারাতে চাইবে, সে কথা বলার অপেক্ষা রাখে না। তাছাড়া অস্ট্রেলিয়া যদি ভারতকে ৪২ বা তার বেশি রানের ব্যবধানে হারায় এব বাংলাদেশ যদি আফগানদের কাছে ৮৩ রান বা তার বেশি ব্যবধানে হারায় তখন প্রথম দুই ম্যাচ জিতেও নেট রানরেটে পিছিয়ে পড়ার দরুন সেমিফাইনালের আগেই বিদায় নিতে হবে রোহিত এন্ড কোংকে। শেষ চারে চলে যাবে অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। সুতরাং আপাতত সোমবার অজিদের বিরুদ্ধে জয় অত্যন্ত জরুরি। অবশ্য ম্যাচ বৃষ্টিতে যদি ভেস্তে যায় তাহলেও গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে চলে যাবে মেন ইন ব্লু।

- Advertisement -

সপ্তাহের সবচেয়ে জনপ্রিয় সংবাদ

কেদারনাথ মন্দিরের পিছন দিক থেকে হঠাৎ নামল ভয়ঙ্কর তুষারঝড়, তারপর যা হল…

সিমলা: হটাৎ করেই কেদারনাথ মন্দিরের পিছনে দেখা গেল পাহাড়ের উপর থেকে দ্রুত গতিতে নামছে সাদা মেঘের মত কিছু জিনিস। কয়েক মুহূর্ত পর বোঝা গেল...

তীর্থযাত্রা থেকে ফেরার পথে মিনি বাসের সঙ্গে ট্রাকের ভয়াবহ সংঘর্ষে মৃত ১৩

বেঙ্গালুরু: মর্মান্তিক দুর্ঘটনা। শুক্রবার ভোরে কর্ণাটকের হাভেরি জেলার ব্যাদাগি তালুকে একটি মিনি-বাস দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দিলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। মিনিবাস ও ট্রাকের সংঘর্ষে...

স্কুলে ২ দিনে ৩ শিশুর মৃত্যু,অসুস্থ ১২, তদন্তের নির্দেশ

ইন্দোর: গত কয়েকদিনে স্কুলের মধ্যে শিশু মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মধ্যপ্রদেশের ইন্দোর জেলায় অবস্থিত বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য একটি বিশেষ বিদ্যালয় শ্রী যুগপুরুষ ধাম...

কেন হাত নেই জগন্নাথের, জানা কাহিনীর বাইরে যে অজানা পৌরাণিক তাৎপর্য

বিশ্বদীপ ব্যানার্জি: পুরীর জগন্নাথদেবের কেন হাত নেই? নেপথ্যের কাহিনী বহুল প্রচলিত। সকলেই জানেন, জগন্নাথের মূর্তি তৈরীর সময় ভাস্কররূপী বিশ্বকর্মা রাজা ইন্দ্রদ্যুম্নকে শর্ত দিয়েছিলেন যেন...

খবর এই মুহূর্তে

ভারী বর্ষণে জলমগ্ন একাধিক এলাকা, উদ্বিগ্ন এলাকাবাসী

রেজাউল হক, পুরাতন মালদহ: মাত্র কয়েক দিনের বৃষ্টিতে জলমগ্ন পুরাতন মালদহ (Malda) পুরসভার (Municipality) বেশকিছু ওয়ার্ড (Ward)। সংশ্লিষ্ট পুরসভার (Municipality) ১৩ এবং ১৪ নম্বর...

সরকারি লাইসেন্স প্রাপ্ত দোকান থেকে মদ বিক্রির বিরোধিতা তৃণমূল নেতার

গোপাল শীল, পাথরপ্রতিমা: মদ বিক্রির বিরোধিতা তৃণমূল নেতার৷ যদিও দোকানটি লাইসেন্স বলে জানা গিয়েছে৷ মদ আটকে ক্ষোভ প্রকাশ শাসকদলের (TMC) ওই নেতার৷ এমনটাই অভিযোগ...

লেক গার্ডেন্সের গেস্ট হাউসে প্রেমিকাকে খুন, সুইসাইড নোট উদ্ধার যুবকের

কলকাতা: সঙ্গীনীকে গুলি করে আত্মঘাতী(Suicide) যুবক। গড়িয়াহাটের কাছেই একটি গেস্ট হাউসে বুধবার ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে জানা যায়, সঙ্গিনীকে গুলি করার পরে নিজের মাথায় গুলি...

কথা রাখলেন খাদ্যরসিক রোহিত, বিশ্ব জিতে দেশে ফিরে কেকে কামড়

বিশ্বদীপ ব্যানার্জি: বিশ্বকাপ জিতে দেশে ফিরে স্বমহিমায় রোহিত শর্মা। বৃহস্পতিবার ভোর ৬টা ৫ মিনিটে দিল্লিতে অবতরণ করে টিম ইন্ডিয়া। এরপর বেলা ১১টা নাগাদ তারা...