26 C
Kolkata
Wednesday, July 3, 2024
Home জাতীয় খবর দুর্ঘটনায় জর্জরিত ভারতীয় রেল কি অপেক্ষা করছে শ্বেতপত্রের

দুর্ঘটনায় জর্জরিত ভারতীয় রেল কি অপেক্ষা করছে শ্বেতপত্রের

ভারতীয় জনজীবনের অঙ্গ ভারতীয় রেল। বলা যেতে পারে ভারতের লাইফ লাইন ভারতীয় রেল। আর লাইফ লাইন যদি থমকে যায় তাহলে জনজীবনও স্তব্ধ হয়ে যায়। ৭০ বছরের ভারতীয় রেলের ইতিহাসে চাঁদের কলঙ্কের মত তাড়া করে বেড়াচ্ছে একের পর এক বড় দুর্ঘটনা। দিন যায় বছর যায় সরকারের বদল হয়। শুধু বদল হয় না দুর্ঘটনার ছবিটার। কিন্তু নেপথ্যের নায়ক কে? কে বা কারা দায়ী এই রেল দুর্ঘটনার পিছনে ? খাসখবরের অন্তর্তদন্তে আজ চতুর্থ তথা অন্তিম কিস্তি লিখলেন

বিশ্বদীপ ব্যানার্জি।

ভারতীয় রেলকে (Indian Railways) যে দেশের লাইফ লাইন বলা হয়, তা নেহাত কথার কথা নয়। দেশের কয়েক লক্ষ মানুষের কর্মসংস্থানের ক্ষেত্র এই রেল। সেইসঙ্গে দেশের বেশিরভাগ মানুষেরই যোগাযোগের প্রধান মাধ্যম। অর্থাৎ সব মিলিয়ে রেল (Indian Railways) ছাড়া ভারতীয় জনজীবন যে কার্যত অচল তা আর নতুন করে বলে দেওয়ার প্রয়োজন পড়ে না।

- Advertisement -

খুব স্বাভাবিকভাবেই তাই স্বাধীনতার পর থেকে রেলের প্রতি এক বাড়তি গুরুত্ব দিতে হয়েছে কেন্দ্রকে। কিন্তু এই গুরুত্ব দিয়ে শেষপর্যন্ত লাভটা কী হল? ১৯৪৭ সালের পর একের পর এক পরিবর্তন ঘটেছে রেলের (Indian Railways) কাঠামোতে। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে এসেছে একের পর এক নয়া প্রযুক্তি। অথচ তা সত্ত্বেও রেল দুর্ঘটনা ঠেকানো যাচ্ছে কোথায়? তথ্য বলছে, গত ৬২ বছরে রেল দুর্ঘটনার সংখ্যা ৩৮ হাজারেরও বেশি। বিশেষ করে, মাত্র এক বছরের ব্যবধানে করোমণ্ডল এক্সপ্রেস এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা অত্যন্ত নিম্নমানের রেল পরিষেবার করুণ ছবিটা তুলে ধরেছে দেশের মানুষের সামনে। আর এখানেই উঠে আসে রেল মন্ত্রক তথা কেন্দ্রীয় সরকারের ভূমিকা সংক্রান্ত প্রশ্নটা। যার মধ্যে রয়েছে পৃথক রেল বাজেট তুলে দেওয়া বা লক্ষাধিক শূন্যপদের মত বিষয়গুলি। যা ইতিপূর্বেই দুটি পর্বে তুলে ধরা হয়েছে।

আরও পড়ুনঃ লক্ষ লক্ষ শূন্যপদে দুর্ঘটনা তো স্বাভাবিক

- Advertisement -

কিন্তু এরপরও তো কিছু কথা বাকি থেকে যায়। কিন্তু সে প্রসঙ্গে যাওয়ার আগে যে কথাটা আরও একবার মনে করিয়ে দেওয়া দরকার তা হল, রেল (Indian Railways) এমন একটি দফতর যার ওপর লোভাতুর দৃষ্টি থাকে কেন্দ্রীয় সরকারের প্রতিটি শরিক দলের-ই। সকলেই রেল নিজের হাতে রাখতে চায়। কিন্তু এরপরও রেলের বেসরকারীকরণ হতে চলার খবর বারবার হাওয়ায় ভেসেছে। ফলে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, রেল নিয়ে কেন্দ্রের পরিকল্পনা আসলে ঠিক কী? স্বাধীনতার এত বছর পরেও এ বিষয়ে ধোঁয়াশা কাটছে না এই কারণেই, আজ পর্যন্ত জনসাধারণের সামনে কোনো শ্বেতপত্র প্রকাশ করেনি ভারতীয় রেল।

শ্বেতপত্র আসলে কী?

শ্বেতপত্র হল এমন একটি পদ্ধতি বা উপায়, সরকার যেটি কোনো আইন প্রণয়ন করার আগে নীতিগত পছন্দ উপস্থাপন করতে পারে। একটি শ্বেতপত্র প্রকাশের মাধ্যমে সরকার কোনো একটি বিতর্কিত নীতি সংক্রান্ত বিষয়ে জনমত এবং নীতিটির সম্ভাব্য প্রভাব সম্পর্কে জানতে পারে। অর্থাৎ ভারতীয় রেল (Indian Railways) যদি পরিকাঠামোয় নতুন কোনও পরিবর্তন আনা নিয়ে শ্বেতপত্র প্রকাশ করে তাহলে জনগণ সেই বিষয়ে নিজেদের মতামত ব্যক্ত করতে পারবে।

- Advertisement -

ভারতীয় রেল শ্বেতপত্র প্রকাশ করছে না কেন?

ভারতীয় রেল (Indian Railways) কী করছে বা কেন করছে তার খবর কেউ জানে না। ইতিপূর্বে ২০১৭ সালে যখন পৃথক রেল বাজেট তুলে দেওয়া হল, তখনও সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি রেল। এমনকি সুরক্ষা বিভাগে কেন লক্ষ লক্ষ শূন্যপদ সে বিষয়েও মানুষের মনের ধোঁয়াশা দূর করছে না রেল। সুতরাং তারা যে নিজের কাজের খতিয়ান বা শ্বেতপত্র-ও দিতে চাইবে না, সেটাই তো স্বাভাবিক।

স্বাধীনতার পর থেকে ভারতীয় রেলে (Indian Railways) যে একাধিকবার আধুনিকীকরণ ঘটেছে সে কথা অস্বীকার করার কোনও জায়গাই নেই। কিন্তু এটা না বলে উপায় নেই যে আজ অবধি যত না গালভরা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তার সিকিভাগ কাজেরও খতিয়ান তুলে ধরা হয়নি মানুষের কাছে। আর নাই প্রকাশিত হয়েছে কোনও শ্বেতপত্র। ঠিক এই কারণেই আজ স্বাধীনতার ৭৭ বছর পরেও রেল সম্পর্কে স্বচ্ছ ধারণার অভাব সাধারণ মানুষের মধ্যে। আসলে সরকার বা রেল একটা কথা খুব ভালো করেই বুঝে গিয়েছে। যখন একটা দুর্ঘটনা ঘটবে, কেবল তখনই কয়েকদিন হৈ চৈ হবে একটু। তারপর আবার যেই কে সেই। কাজেই, বেশি চাপ নিয়ে লাভ কী?

- Advertisement -

সপ্তাহের সবচেয়ে জনপ্রিয় সংবাদ

গৃহবধূর সঙ্গে সঙ্গম, হাতেনাতে ধরে বেধড়ক মার অর্ধনগ্ন সিভিক ভলেন্টিয়ারকে

রফিকুল ইসলাম, মুর্শিদাবাদ: গৃহবধূর সঙ্গে পরকীয়া সম্পর্কে লিপ্ত এক সিভিক ভলেন্টিয়ার৷ রাতে বাড়িতে স্বামী না থাকার সুযোগ নিয়ে প্রেমিক সিভিক ভলেন্টিয়ার বাড়িতে প্রবেশ করান...

বৃষ্টিতে অ্যাডভান্টেজ, আবার বৃষ্টিই সেমি থেকে ছিটকে দিতে পারে ভারতকে

বিশ্বদীপ ব্যানার্জি: অপেক্ষার আর কিছুক্ষণ মাত্র। তারপরই ভারতীয় সময় রাত ৮টা থেকে গায়নায় টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হওয়ার কথা ভারত এবং ইংল্যান্ডের। তবে...

এখন থেকে ৭০ বছরের বেশী বয়সী প্রত্যেক ভারতীয় পাবেন বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা

নয়াদিল্লি: আজ বৃহস্পতিবার সংসদের যৌথ অধিবেশনে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারত জুড়ে স্বাস্থ্যসেবা উদ্যোগে বড় অগ্রগতি তুলে ধরেন।   স্বাস্থ্য পরিষেবা নিয়ে বড় ঘোষণা করেছেন  রাষ্ট্রপতি...

হাসপাতাল সংলগ্ন এলাকায় ব্যবসা বন্ধ, হকারদের কড়া বার্তা জলপাইগুড়িতে

ধীমান রায়,জলপাইগুড়িঃ বৃহস্পতিবার নবান্ন সভাগৃহ থেকেই মমতা হকারদের নিয়ে বড় ঘোষণা করেন। এদিন তিনি স্পষ্ট জানিয়েছেন যে, হকারদের এই মূহুর্তেই উচ্ছেদ নয়। আরও একমাস...

খবর এই মুহূর্তে

লাফিয়ে বাড়ছে হাথরসের মৃত্যুর সংখ্যা, ক্ষতিপূরণ ঘোষণা মোদীর, শোকপ্রকাশ মমতার

নয়াদিল্লি: লাফিয়ে বাড়ছে হাথরসের(Hathras)  মৃত্যুর সংখ্যা।  ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট(Stampede At Religious Event) হয়ে মৃত্যু হয়েছে ৬০ জনের বেশী মানুষের। আহত বহু। নিহতদের মধ্যে শিশুও...

মধ্যযুগীয় বর্বরতার শিকার, তৃণমূলের কর্মীকে লাইটপোস্টে বেঁধে মার বিজেপি নেত্রীর

মিলন পণ্ডা, কাঁথি: তৃণমূল করার অপরাধে মধ্যযুগীয় বর্বরতার শিকার দলের কর্মী। লাইটপোস্টে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ উঠল পঞ্চায়েত সদস্য তথা বিজেপি নেএী ও তাঁর...

ছেলেকে বাঁচাতে মার খেলেন মা, অভিযোগ তৃণমূল ঘনিষ্ঠের বিরুদ্ধে

শ্রীজীব গোস্বামী, উত্তর ২৪ পরগণা: বিনা দোষেই মার খেতে হল ২২ বছরের এক যুবককে। দুষ্কৃতিদের হাত থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে মার খেলেন মা-ও। উত্তর...

মিলারের ক্যাচ না নিলেও জিতত ভারত, বলছেন খোদ সূর্যকুমার-ই

বিশ্বদীপ ব্যানার্জি: টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের শেষ ওভারে ডেভিড মিলারের যে ক্যাচ সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) নিয়েছেন তা এক কথায় অবিশ্বাস্য। এই ক্যাচই প্রোটিয়াদের কফিনে...