বেথুয়াডহরি রেলস্টেশন থেকে উদ্ধার ছানা ব্যবসায়ীর রক্তাক্ত মৃতদেহ

0
139

নিজস্ব সংবাদদাতা, নদিয়া: সোমবার সকালে এক ছানা ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার হল নদিয়ার বেথুয়াডহরির রেলস্টেশনে৷ এদিন রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে মৃতদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা৷ জানা গিয়েছে, মৃতের নাম বিক্রম ঘোষ (২১)৷ বাড়ি নাকাশিপাড়া থানার বেথুয়াডহরির পাটিকাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ব্রজপুরে৷

সাত সকালে প্ল্যাটফর্ম থেকে মৃতদেহ উদ্ধারের ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে রেল পুলিশ৷ প্রাথমিক তদন্তে, মৃতের মাথায় এবং হাতে ধারালো অস্ত্রের কোপ খুঁজে পাওয়া যায়৷

- Advertisement -

মৃত যুবকের বাবা ও দাদা প্রতিদিনই কলকাতায় ছানা বিক্রি করতে আসত৷ কিন্তু রবিবার তাঁরা ছানা বিক্রি করতে যাননি৷ তাঁদের পরিবর্তে যান বিক্রম৷ মৃত যুবকের ভাই দীপঙ্কর ঘোষ বলেন, ‘‘দাদা মাঝে মধ্যে ছানা বিক্রি করতে যেত। রবিবার সে ছানা নিয়ে কলকাতায় গিয়েছিল। বাড়ি ফিরছে না দেখে রাত দশটায় দাদাকে ফোন করা হয়। তখন শ্যামনগরের কাছে আছে বলে জানায়। পরে আবার রাত বারোটায় ফোন করলে সে বলে হোটেলে খাওয়া দাওয়া করছে। এরপর রাতে ফোন করা হলে দাদা আর ফোন ধরেনি।’’

প্ল্যাটফর্মে বিক্রমের মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে সেখানে ছুটে যান বাড়ির লোকেরা৷ দেখেন, শরীরের নানা জায়গায় ধারালো অস্ত্রের কোপ বসানো৷ দীপঙ্কর বলেন, ‘‘দাদার সঙ্গে কারোর কোনও শত্রুতা ছিল না। কেন এমন ঘটনা ঘটল বুঝে উঠতে পারছি না। তবে দাদার কাছ থেকে ব্যবসার কোনও টাকা পয়সা পাওয়া যায়নি।’’

খবর পেয়ে রেল পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। রেল পুলিশের এক আধিকারিক জানান মৃতদেহের মাথায় এবং হাতে আঘাতের চিহ্ন রয়েছে। খুন না দুর্ঘটনা এখন বোঝা যাচ্ছে না। তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে নাকাশিপাড়া থানার পুলিশও৷ প্ল্যাটফর্মে থাকা সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।