কলেজে ভর্তির সমস্যা নিয়ে বিডিও-কে ডেপুটেশন নদিয়ার পড়ুয়াদের

0
51

নিজস্ব সংবাদদাতা, নদিয়াঃ উচ্চমাধ্যমিক পাশ করার পর ভর্তি সমস্যায় পড়েছেন বহু ছাত্র-ছাত্রী। করোনা আবহে বন্ধ আছে স্কুল কলেজ। তাই পরীক্ষা, ক্লাস করা, ভর্তি হওয়া , সব কিছু মিলিয়ে বেশ সংকটে পড়েছেন ছাত্রছাত্রীরা।

মঙ্গলবার দুপুরে নাকাশিপাড়া বিডিও অফিসের সামনে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ জানালো ছাত্রছাত্রীরা। পাস কোর্সে আসন বাড়ানো থেকে শুরু করে জেনারেল ছাত্রছাত্রীদের নতুন করে পাস কোর্সে ভর্তির সুযোগ সহ অবিলম্বে তাঁদের ভর্তি নেওয়ার দাবি নিয়ে বিক্ষোভ বসল ছাত্রছাত্রীরা।

- Advertisement -

পরে বিডিও ও পঞ্চায়েত সমিতির সভাপতির সঙ্গে দেখা করে তাঁদের সমস্যার কথা তুলে ধরে ডেপুটেশন দেয় ছাত্রছাত্রীরা। এই বিষয়টি দেখার আশ্বাস দেন বিডিও ও পঞ্চায়েত সমিতির সভাপতি। এবিষয় বেথুয়াডহরি কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী তিথি বিশ্বাস বললেন, “শতকরা ২৫ শতাংশ সিট সংরক্ষিত। সে ক্ষেত্রে তাঁরা অনার্স এবং পাস কোর্স ভর্তি হতে পারছে । কিন্তু সাধারণ ছাত্রীরা সিট না থাকায় ভর্তি হতে পাচ্ছেন না। ফলে অবিলম্বে তাঁদেরকে ভর্তি দাবি জানান তাঁরা।”

তাছাড়া এবিষয় নাকাশিপাড়া ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শিবম বোস জানান, বেথুয়াডহরি কলেজে সাধারণ ছাত্র-ছাত্রীদের ভর্তির সমস্যা হচ্ছে। করোনা আবহের কারণে কলেজ বন্ধ। সাধারণ ছাত্রছাত্রীরা এসে প্রিন্সিপাল বা টিআইসির দেখা পাচ্ছেন না। সাধারণ ছাত্রছাত্রীরা তৃণমূল ছাত্র পরিষদের স্মরণাপন্ন হয়েছে।

তাঁদের কথা ভেবেই আমরা বিডিও অফিসে পঞ্চায়েত সমিতির সভাপতি এবং বিডিওর কাছে ডেপুটেশন জমা দিলাম। তিনি জানান, এই বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন। দুদিনের মধ্যে যদি সমস্যার সমাধান না হয় তাহলে সাধারণ ছাত্রছাত্রীদের কথা ভেবে আগামীদিন বৃহত্তর আন্দোলনে সামিল হবে তৃণমূল ছাত্র পরিষদ।