অত্যাধিক আলুর মূল্য বৃদ্ধির প্রতিবাদে শান্তিপুরে বিজেপির বিক্ষোভ

0
51

নিজস্ব সংবাদদাতা, নদিয়া: অত্যাধিক আলুর মূল্য বৃদ্ধির প্রতিবাদে শান্তিপুর বড়বাজার সবজি বাজারের সামনে বিজেপি বিক্ষোভ করে। একটানা আলুর অত্যাধিক মূল্য বৃদ্ধি হওয়ায় সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে।

রাজ্য সরকারের এই প্রসঙ্গে কোন হেলদোল নেই। তাই সাধারণ মানুষের কথা মাথায় রেখেই মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ শান্তিপুর বড় বাজার সবজি বাজার মোড়ে টাউন বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। এই বিষয়ে টাউন বিজেপির সভাপতি বিপ্লব কর জানান, দীর্ঘদিন ধরে আলুর দাম প্রতিদিনই বেড়ে চলেছে। ৩৫ টাকা কেজি আলু কিনতে গিয়ে সাধারণ মানুষকে নাজেহাল হতে হচ্ছে।

- Advertisement -

শান্তিপুরের বেশিরভাগ মানুষই তাঁত শ্রমিক। সংসার চালাতে মহাজনের কাছ থেকে ঋণ করতে হচ্ছে। একশো টাকা নিয়ে বাজারে গেলে আলু কিনতে গিয়েই টাকা শেষ হয়ে যাচ্ছে। অন্যকিছু কেনার ইচ্ছা থাকলে তা কিনতে পাচ্ছেন না। রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতেই তাদের এই আন্দোলন।

শান্তিপুর যুব বিজেপির সভাপতি দীনেশ রায়ের মতে, বিজেপির এই বিক্ষোভ শুধু শান্তিপুর নয়, আগামী দিনে সারা রাজ্যব্যাপী চলবে। এমনিতেই করোনা আবহের কারণে সাধারণ মানুষের কাজকর্ম নেই। জীবন-জীবিকা একেবারে তলানিতে। দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে। অনেকেরই ঠিকমত খাওয়া জুটছে না। সেই সব সাধারণ মানুষের কথা মাথায় রেখেই বিজেপির এই বিক্ষোভ কর্মসূচি।